উদঘাটিত তথ্য: উভয় পক্ষেই হাজির আছেন। সাক্ষ্য, সাক্ষী ও দলিলাদির আলোকে দেখা যায় যে, পক্ষদ্বয়ের পিতা নুরুল হক ও নুরুল হকের দুই বোন জয়গুন ও হামিদুন (পক্ষদ্বয়ের ফুফু) জীবদ্দশায় ১। মোঃ জহুরুল ইসলাম কে ৩৬.২৫(পয়ত্রিশ দশমিক পঁচিশ) শতাংশ ২। মোঃ লিটন মিয়া কে ৪১.৫০ (একচল্লিশ দশমিক পঞ্চাশ) শতাংশ ও ৩। আব্দুল কাইয়ুম কে ১১.৩৫ (এগার দশমিক পঁয়ত্রিশ) শতাংশ কবলা দলিলমূলে লিখিয়া দেন। কবলা দলিল সম্পাদিত হওয়ার পর থেকেই পক্ষদ্বয় ( তিন ভাই) দলিল ও হিস্যা অনুযায়ী দীর্ঘ ২০(বিশ) বছর ধরিয়া নিরবিচ্ছিন্ন ভোগ দখল করিয়া আসিতে থাকেন। তপসীল বর্নিত জমি জমায় প্রতিবাদীর দাবী অযৌক্তিক। সিদ্ধান্ত : পক্ষদ্বয় দলিল ও হিস্যা অনুযায়ী নিরবিচ্ছিন্ন ভোগ দখল করিবে। কোন পক্ষ কোন পক্ষের জমি জমায় অনধিকার প্রবেশের চেষ্টা করিবে না। কোন পক্ষ ইহার ব্যতয় ঘটাইলে বেআইনী কার্যকলাপ হিসাবে পরিগণিত হইবে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস