এক নজরে ভরতখালী ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী বৃহত্তম জনপদ হলো ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম ইউনিয়ন পরিষদ হচ্ছে ভরতখালী ইউনিয়ন পরিষদ।
১) ইউনিয়নের নাম- ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদ,
অবস্থানঃ উত্তরে বাদিয়াখালী, পশ্চিমে: পদুমশহর, দক্ষিণে: মুক্তিনগর ও পূর্বে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন
ওয়েব পোর্টালঃ https://varotkhaliup.gaibandha.gov.bd/
ই-মেইলঃ 2nobharatkhaliup@gmail.com
ফেইজবুকঃ ভরতখালী ইউনিয়ন ইউপি সাঘাটা, গাইবান্ধা
২) আয়তন- ৩,৮৪৩ (একর)।
৩) লোকসংখ্যা – ৪০,২৫১ জন। (জন্ম তথ্য অনুযায়ী)
৪) গ্রামের সংখ্যা- ১০ টি ।
৫) মৌজার সংখ্যা-৮টি।
৬) হাটবাজার সংখ্যা - ২টি (উল্যা ও ভাঙ্গামোড় বাজার) ।
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ।
৮) শিক্ষার হার- ৫৬.৭৭%
৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি।
১০) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -০ টি।
১১) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি।
১২) হাফিজিয়া মাদ্রাসা-০৪ টি।
১৩) কলেজ –নাই।
১৪) কামিল মাদ্রাসা-০০টি।
১৫) মসজিদের সংখ্যাঃ ৪১ টি।
১৬) মন্দিরের সংখ্যাঃ ০৪টি।
১৭) গনকবরস্থানঃ ০৩ টি।
১৮। ঈদগাঁহঃ প্রধান ঈদগাঁহ ০১টি ( উল্যা ঈদগাহ),মোট ঈদগাঁহ=১০ টি।
১৯। ব্যাংকঃ ০২টি ( সোনালী ব্যাংক, ভরতখালী ইউনিয়ন শাখা, ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক ) ।
২০। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি ।
২১। কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।
২২। এনজিওঃ ৬ টি।
২৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ ফারুক হোসেন
২৪) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান – হযরত শাহ সুফী টেংরা ফকির সাহেবের মাজার।
২৫) ঐতিহাসিক/পর্যটন স্থানঃ নাই
২৬) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- ০১/০৭/২০০৪ইং(নতুন ভবন)
২৭) নব গঠিত পরিষদ ২০২২ বিবরণ-
|
|
ভোট গ্রহণ |
০৪/০১/২০২২ |
গেজেট প্রকাশ |
২৫/০২/২০২২ |
শপথ গ্রহণ |
০৩/০২/২০২২ |
দায়িত্বভার গ্রহণ |
০৯/০২/২০২২ (বেলা ০২.০০ ঘটিকা) |
প্রথম সভা |
০৯/০২/২০২২ (বেলা ০৩.০০ ঘটিকা) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস