বয়স্ক ও বিধবাভাতা প্রাপ্তদের মাঝে হিসাব বই বিতরন।
ভরতখালী ইউনিয়নের বয়ষ্ক ও বিধবাদের মাঝে হিসাব বহি প্রদান অনুষ্ঠান অদ্য ১৪/১১/২০১৪ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় ভরতখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কয়েক মাস পূর্বে অত্র ইউনিয়নের বয়স্ক ও বিধবাদের নিকট হতে তাদের ভোটর আইডি কার্ড চাওয়া হয় ও পূর্ব ঘোষণা অনুযায়ী ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সমবেত করে প্রকৃত বিধবা ও বয়স্ক নারী-পুরুষ নির্বাচন করার লক্ষে ভোটার আইডি গ্রহণ করা হয় । অনেক যাচাই-বাছাই অন্তে অদ্য ১৪/১১/২০১৪ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় ভরতখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভাতা বহি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো: আব্দুল আউয়াল, প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, অনেক বিধবা ও বয়স্ক নারী পুরুষ বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু অর্থনৈতিক স্বল্পতার কারনে সবাইকে ভাতা প্রদান করা সম্ভব নয়। চাহিদা অনেক কিন্তু বরাদ্দ অপ্রতুল তাই পর্যায়ক্রমে প্রকৃত বয়স্ক ও বিধবা নির্বাচন করা হবে। বয়স্ক ও বিধবা ভাতার টাকার সঠিক ব্যবহারের উপর দিক নির্দেশনা দেন। সোনালী ব্যাংকে দীর্ঘ লাইন ধরে টাকা উত্তোলণ করা বয়স্ক লোকদের জন্য কষ্ট্যসাধ্য তাই ব্যাংকারদের প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আহব্বান করে টাকা বিতরনের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবু সুফিয়ান। তিনি তার বক্তব্যে বলেন যে, দীর্ঘ দিন যাচাই বাছাই করার পর প্রকৃত বয়স্ক ও বিধবাদের নামের তালিকা প্রণয়ন করা হয়েছে। যাদের নাম তালিকায় নেই ধর্য্য হারাবার কিছু নাই পর্যায়ক্রমে বাকীদের নাম তাকিলায় আনা হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নরে চেয়ারম্যান জনাব মো: শামসুল আজাদ শীতল।
সভাপতি তার বক্তেব্যে বলেন যে, প্রকৃত অপ্রকৃত অনেকেই ভাতা পাওয়ার জন্য বিভিন্নভাবে লোকজন ধরাধরী করেন কিন্তু তা হবে না। প্রকৃত যারা বয়স্ক ও বিধবা বরাদ্দ মোতাবেক তাদেরকেই ভাতা প্রদান করা হবে। বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্য লোক নির্বাচনের জন্য মাইকিং ও বিভিন্নভাবে বলা বলি করে ভোটরা আইডি কার্ড চাওয়া হয়। এতে দেখা যায় প্রকৃত অকৃত বিধবা বয়স্ক লোক শত শত ভোটার আইডি জমা দেন। ভোটার আইডি অন-লাইন ও অফ লাইনে যাচাই বাছাই অন্তে সমাজসেবা অফিসারের সহযোগীতায় প্রকৃত বিধবা ও বয়স্ক লোকদের নির্বাচন করা সম্ভব হয়েছে। প্রকৃতই যারা বাদ পরেছেন পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে তাদের নির্বাচন করা হবে। উপস্থিত অতিথি ও বিধবা-বয়স্ক লোকদের প্রতি সভাপতি জিজ্ঞাসা করেন কেউ কোন তদবির বা লোক ধরাধরি করেছেন কি না? উসস্থিত বিধবা ও বয়স্করা উত্তর দেন "না" তারা ( বয়স্ক ও বিধবারা) প্রকৃত ভাবেই নির্বাচন হয়েছেন। পরিশেষে সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস