Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

শোনা যায় অত্র এলাকায় ভরট নামে এক রাজা ছিলেন তার নাম অনুসারে এই ২নং ভরতখালী ইউনিয়ন অথবা ঐতিহ্যবাহীরেলওয়ে ভরতখালী ষ্টেশনের নাম অনুসারে অত্র ইউনিয়নের নাম করন করা হয়। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখেছে।

ক) নাম – ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৪.২৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৭৩৬৬ জন (জন্ম নিবন্ধন অনুসারে)

ঘ) গ্রামের সংখ্যা – ১০ টি।

ঙ) হাট/বাজার সংখ্যা -২ টি।

চ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা ,ভ্যান, অটোরিক্সা,  ।

ছ) শিক্ষার হার – ৬৫%।

জ)       সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

           বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি,     

           উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,

           মাদ্রাসা- ০৪টি।

           ক্লিনিক- ৪ টি

            ডাকঘর- ২ টি

            সিনেমা হল- ২টি

            কেজি স্কুল- ১টি

            পাকা রাস্তা- ২৫ কিলোমিটার

            কাচা রাস্তা- ৪০ কিলো মিটার

            আবাদী জমি- ২৬০০ একর

            বসতবাড়ীর সংখ্যা- ৫২০০ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: শামসুল আজাদ (শীতল)

ঞ) ঈদগাহ মাঠ- ০৫ টি।

ট) মসজিদ ৩৪ টি।

ঠ) মন্দির ০৫টি।

ড) শ্বশান ঘাট ০২ টি।

ণ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৩/০৪ অর্থ বছর।

ত) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৬/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৮/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৫/০৮/২০১৬ইং

থ) গ্রাম সমূহের নাম –

            ১) উত্তর উল্যা, ২) দক্ষিন উল্যা, ৩) কুকড়াহাট, ৪) ভাঙ্গামোর, ৫) সানকিভাংগা, ৬) সাকোয়া,

            ৭) দ: গটিয়া, ৮) উত্তর গটিয়া, ৯) মান্দুরা, ১০) চিথুলীয়া।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন দফাদার ও মহল্লাদার – ১০ জন।